শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি তমাল মালাকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়ন্ত দাসসহ অন্যান্যরা।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সুনামগঞ্জের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।