শিক্ষক নিপীড়ণ-হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষক নিপীড়ণ-হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ

দেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ণ, হত্যা এবং সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস’ শ্লোগান নিয়ে সমাবেশের আয়োজন করে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।

শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশের আগে প্রতিবাদী সংগীত পরিবেশন করে শিল্পীরা।

সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল নাটক সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশ^নাথ দাস মুনশী, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, জেলা শিক্ষক সামিতির সাধারণ সম্পাদক আসাদুল হক, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি, উদীচী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বস, বরিশাল প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিগঠনের কারিগর, যারা ছাত্র-ছাত্রীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান সেই শিক্ষকদেরকে অপমানিত করা, তাদের উপর হামলা-নির্যাতন-নিপীড়ন-হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মের নামে একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির মাধ্যমে জাতিকে অসহিষ্ণু করে তুলছে। তারা কখনো প্রগতিশীল শিক্ষকদের উপর, কখনো অমুসলিম সম্প্রদায়ের উপর এধরনের হামলা-নির্যাতন পরিচালিত করছে। দেশজুড়ে সংঘটিত সাম্প্রদায়িক তাণ্ডবের প্রকৃত রহস্য উদঘাটন করে দ্রুত বিচারের আওতায় নিতে না পারলে স্বাধীনতার মূল্যবোধ যতটুকু অবশিষ্ট আছে তাও ধুলিস্যাৎ হবে।

তারা বলেন, দেশে শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন, নিপীড়ন, হত্যার যতো ঘটনা ঘটেছে, অবিলম্বে তার প্রকৃত রহস্য উদঘাটন করে তার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত, এসব ঘটনার পেছনের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, উস্কানিদাতা এবং হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সারা দেশে শিক্ষক নির্যাতন ও সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

এর অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় স্বরাস্ট্র মন্ত্রণালয় বরাবর স্মাকলিপি দেবে তারা।