শিবচরে স্পীডবোট দুর্ঘটনায় নিহত বরিশালের ৪ জনের দাফন সম্পন্ন

শিবচরে স্পীডবোট দুর্ঘটনায় নিহত বরিশালের ৪ জনের দাফন সম্পন্ন

পদ্মা নদীর শিবচরে স্পীডবোট দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জের ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় মেহেন্দিগঞ্জের উলানিয়া করোনেশন স্কুল মাঠে সাইফুল ইসলাম এবং দুই সহোদর সাইফুল হোসেন ও রিয়াজ উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পাতারহাট হাইস্কুল মাঠে মুনির চাপরাশির জানাজা নামাজ সম্পন্ন হয়। পরে তাদের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ উপস্থিত ছিলেন।

এর আগে  মঙ্গলবার ভোর ৪টায় সরকারী ব্যবস্থাপনায় নিহত ৪ জনের লাশ মেহেন্দিগঞ্জে এসে পৌঁছে। এ সময় স্বজনদের আহাজারীতে ওই এলাকায় শোকাহত পরিবেশের সৃষ্টি হয়। 

নিহত ৪জনই ব্যবসায়ী। ঈদুল ফিতর উপলক্ষ্যে দোকানের জন্য মালামাল কিনতে ঢাকায় গিয়েছিলেন তারা। মালামাল কিনে পাঠিয়ে দিয়ে তারা সড়ক পথে বরিশাল ফিরছিলেন। স্পীডবোটে মাওয়া থেকে পদ্মা নদী পাড় হওয়ার সময় শিবচরে দুর্ঘটনায় ওই ৪জনসহ ২৬জনের অকাল মৃত্যু হয়।