শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে ঘরমুখো যাত্রী

শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে ঘরমুখো যাত্রী


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার আটকা পড়েছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো হাজার হাজার যাত্রী।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘাট থেকে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার জন্য ফেরি ছাড়া হচ্ছে।

অন্যথায় যাত্রী বা সাধারণ কোনো যানবাহন ফেরিতে পারাপার করছে না। এ অবস্থায় দক্ষিণবঙ্গের ৫ সহস্রাধিক যাত্রী শিমুলিয়া ঘাটে এসে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

ঘাট এলাকার পদ্মার তীরে বসে অপেক্ষায় করছেন যাত্রী সাধারণ। এছাড়া পণ্যবাহী ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বরিশালের হিজলাগামী যাত্রী আসমা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোরে শিমুলিয়া ঘাটে আসেন। গ্রামের বাড়িতে তার বাবা অসুস্থ। তাই বাবাকে দেখার জন্য তাকে গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় এখন শিমুলিয়া ঘাটে আটকা পড়ে আছেন।

শরীয়তপুরের যাত্রী কামালা মিয়া জানান, গ্রামের বাড়ি ফাঁকা পড়ে আছে। ঢাকায় কোনো কাজ নেই। রাজধানীতে বাসায় কোনো খাবারও নেই। হাতে যা টাকা ছিল তাও শেষ পর্যায়ে। এখন গ্রামের বাড়িতে ফেরা ছাড়া তার কোনো উপায় নেই।

সন্তান সঙ্গে করে ঢাকা থেকে ফরিদপুরের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রহিমা বেগম।

ভোরে ছুটে আসেন শিমুলিয়া ঘাটে। কিন্তু ফেরিতে কোনো যাত্রী পারাপার করা হচ্ছে না। এতে পরিবারসুদ্ধ এ নারী আটকা পড়েছে ঘাটে। প্রচণ্ড গরমে ঘাট এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। ফেরি পারাপার হতে পারবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ফেরি সার্ভিস দেওয়া হচ্ছে। তবে যাত্রী ও অন্য কোনো সাধারণ যানবাহন ফেরিতে উঠানো হচ্ছে না। যাত্রী ও যানবাহন পারাপারে কঠোর অবস্থান নিয়েছেন তারা। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দেড়-শতাধিক পণ্যবাহী যানবাহন।