বাসদের আপত্তি ও ভোরের আলোর বক্তব্য

বাসদের আপত্তি ও ভোরের আলোর বক্তব্য

গত ১৮ মে ‘বরিশালে বাসদের মানবতার কৃষি কর্মসূচি গ্রহণ’ শিরোনামে প্রতিবেদনের দ্বিতীয় অনুচ্ছেদের দুটি বাক্য ‘মানবতার বাজারে বাদসের কর্মী এবং তাদের অনুগত ছাড়া কেউ বিনামূল্যে পন্য নিতে পারেনি। তাই অনেকে একে মানববতার বাজারের বদলে বাসদের বাজার বলে অভিহিত করেছেন।’ নিয়ে বাসদ আপত্তি করেছে। বাস্তবে ওই বক্তব্যটি ভোরের আলোর নিজস্ব বক্তব্য নয়। ভোরের আলো তার প্রতিবেদনে নিজের মত প্রকাশ করে না। ভোরের আলোর প্রতিবেদককে এমন একজন অভিযোগ করায় বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। তাই ভোরের আলো ওই প্রতিবেদনের দুটি বাক্য কোনভাবেই উদ্দেশ্যমূলক কিংবা মিথ্যাচার করার জন্য করেনি।

ভোরের আলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছে, করোনা মোকাবেলায় বাসদের সকল কার্যক্রম অবশ্যই ইতিবাচক। তাই সব সময় বাসদের কর্মকা-কে গুরুত্ব দিয়েই প্রকাশ করে আসছে। ভোরের আলো অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গেই সংবাদ পরিবেশন করার চেষ্টা করে। ভোরের আলো কোন দল কিংবা ব্যক্তির সম্মান ও মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করে না। কোন ব্যক্তির বক্তব্যকে বাসদ ভোরের আলোর বক্তব্য বলে আপত্তি করায় আমরা হতবাক হয়েছি। করোনার এই দুর্যোগে আমরা বাসদসহ সকলের ইতিবাচক কর্মসূচিকে মূল্যায়ন করতে চাই।

সম্পাদক
ভোরের আলো