দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউক প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে।
মামলাগুলো সোমবার ঢাকার দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়। এতে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার সন্তানদের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, পূর্বাচল আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে ছয়টি প্লট বরাদ্দ নেওয়া হয়। এই বরাদ্দ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মামলাগুলো দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী দায়ের করা হয়েছে।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচার এবং রূপপুর পরমাণু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে দুদকের কাছে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানান।
দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন মামলাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং এর অংশ হিসেবে বিভিন্ন আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।