শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

ঢাকা আইনজীবী সমিতির এক নারী আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (তারিখ) ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে আইনজীবী নুপুর আক্তার এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় নুপুর আক্তারকে গুলি করা হয়। এরপর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস

ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার

আদালত অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং মামলার বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানা গেছে।

বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২০৫টি হত্যার, ১৮টি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার, ৩টি অপহরণের, এবং ১২টি হত্যাচেষ্টার মামলা অন্তর্ভুক্ত।