শেবাচিমে শিশু ওয়ার্ডে ডায়রিয়ার রোগী বেড়েছে

বরিশালে দিন দিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে বলে ধারনা করছেন চিকিৎসকরা।
সোমবার (৪ এপ্রিল) শেরে -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মোট রোগী ভর্তি আছে ২৫ জন।
এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই এখানে ভর্তি হচ্ছে ১৮ থেকে ২০ জন শিশু।
বরিশালে মার্চ এর শুরু থেকেই ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়তে শুরু করে বলে জানান শিশু ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্সরা।
অন্যদিকে বরিশাল জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে নতুন রোগী ভর্তি আছে ৯ জন।
শেবাচিমের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, ‘তাপমাত্রা বেড়েছে , দূষণ এবং জীবাণু ছড়িয়ে পড়ছে ,জীবাণু সুপেয় পানি এবং খাবারের সাথে মিশে পেটে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।’
এ জন্য সবাইকে সচেতন হতে হবে বলে জানান এই কর্তব্যরত চিকিৎসক।