শেবাচিমে সিসিইউ বিভাগে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি

শেবাচিমে সিসিইউ বিভাগে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে কার্ডিওলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে সিসিইউ’তে অবস্থানরত ২৫ জন রোগীকে ওয়ার্ডের বাইরে মেঝেতে রাখা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের সিসিইউ বিভাগের একটি অক্সিজেন ও বৈদ্যুতিক প্যানেল বোর্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে উপস্থিত রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীরাই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের বাইরে সরিয়ে নেয়া হয়। 

এদিকে এ ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগী মারা যায়। তবে এ ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবী রোগীর স্বজনদের। 

সিসিইউ বিভাগের স্টাফ নার্স কবিতা হাজরা জানান, মৃত ওই রোগীর মেজর হার্ট এ্যাটাক ছিলো। হৃদ রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে রোগীর অবস্থান ছিলো অনেক দূরে বিপরীত দিকে। তাই অগ্নিকান্ডের ঘটনায় রোগী মৃত্যুর দাবী অমূলক বলে তিনি দাবী করেন। 

এ ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনা তদন্তে কার্ডিওলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।