আগৈলঝাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলে দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আগৈলঝাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় গতকাল বুধবার সকালে ওই উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের খাল, বিল ও উন্মুক্ত জলাশয় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গ্রামের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় বলে তিনি জানান।