শেবাচিমের প্রিজন সেলে হাজতির মৃত্যু

শেবাচিমের প্রিজন সেলে হাজতির মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগরের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাতে ১২টার দিকে মারা যায় সে। 

প্রয়াতের নাম দিপু দত্ত (৪৭)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হিরা লাল দত্তের ছেলে। বানারীপাড়ার থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত পহেলা মার্চ থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজত বাস করছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ৩০ জুলাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারনে অসুস্থ হয়ে পড়েন দিপু দত্ত। কারা হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল আহসান হাজতি দিপু দত্তকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওই দিনই তাকে শেবাচিম হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। রবিবার মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার প্রশান্ত বনিক।