নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা : বিএমপি কমিশনার

নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা  : বিএমপি কমিশনার


বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের বিরুদ্ধে মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কোন ধরণের গাফেলতি কিংবা কোন নিরীহ সাধারণ মানুষকে হয়রানীর অভিযোগ পেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘঠিত অপরাধের ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে আরও সংবেদনশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

সভার শুরুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদ্য প্রয়াত সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশের দুর্নীতি মুক্ত সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামী ও সাধারণ গ্রেপ্তারী পরোয়ারা তামিলে পুলিশকে আরও আন্তরিক হতে হবে। অপরাধ দমনের মাধ্যমে বিএমপিকে বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিটে পরিণত করতে হবে। 

বিএমপি’র সহকারী কমিশনার মো. নাসির উদ্দীন মল্লিকের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. জাহাঙ্গীর মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।