শ্রদ্ধা-ভালোবাসায় মোজাফফর আহমদকে বিদায়

কুমিল্লাবাসী শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে উপমহাদেশের বাম রাজনীতির পুরোধা, বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদকে।
রবিবার সকাল ১০টায় কুমিল্লা টাউনহল মাঠে জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন, সুশীল সমাজসহ জনসাধারণ শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে একে একে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, জেলা প্রশাসন, ন্যাপ কুমিল্লা জেলা কমিটি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুমিল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্প গোষ্ঠী, ঐক্য ন্যাপ কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বেলা ২টায় মোজাফফর আহমদের নিজ বাড়ি এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনের মাঠে চতুর্থ জানাজা শেষে অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পরে তাকে সমাহিত করা হয়।
জানাজার পূর্বে জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ন্যাপের সভাপতি মো. জাকির হোসেন, ঐক্য ন্যপের সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, আবুল কালাম আজাদ, নাসিরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ আল কাফি রতন, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা আ. লীগের সহ সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, প্রবীণ ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া প্রমুখ।
এর আগে বার্ধক্যজনিত কারণে দীর্ঘ রোগ ভোগের পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।