শ্রমিক লীগের নতুন সভাপতি আলাউদ্দিন মিয়া

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন আালাউদ্দিন মিয়া। অন্যদিকে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান আকন্দকে মনোনয়ন দেয়া হয়েছে।
সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুতে ওই পদটি শূণ্য ছিল। এছাড়া সহ-সভাপতি পদও শূন্য ছিল। তাই এই দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে।