শ্রীলংকার হামলা, আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত বলে ধারণা করছে

সোমবার শ্রীলংকা হোটেল ও গীর্জার উপর বোমা হামলার ঘটনায় জরুরি অবস্থা আহ্বান জানায়, বিদেশি জঙ্গিদের সংযোগ আছে বলে ধারণা করা হচ্ছে, এই হামলায় ২৯০ জন নিহত এবং প্রায় ৫০০জন আহত হয়। জরুরি আইন, যা আদালতের আদেশ ছাড়াই সন্দেহভাজন সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এবং সামরিক বাহিনীকে ক্ষমতা দেয়, সোমবার মধ্যরাতে কার্যকর হবে বলে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে। কলম্বো, ভারত মহাসাগর দ্বীপের সমুদ্রতীরবর্তী রাজধানীতে সোমবার ভয়াবহ সিরিজ বোমা হামলা হয় । পুলিশ জানায়, শহরটির প্রধান বাস স্টেশনতে ৮৭ বোমা বিস্ফোরক পাওয়া গেছে। রাতে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে দেশেটির ইসলামপন্থী জঙ্গি কোনো সংগঠন জড়িত রয়েছে।