ষাটের দশকের তুখোড় ছাত্রলীগ নেতা গোলাম রব্বান আর নেই

ষাটের দশকের তুখোড় ছাত্রলীগ নেতা, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম জাতীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গোলাম রব্বানের মরদেহ শিগগিরই দেশে আনা হবে। মরহুমের আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।