সংকটের কারণ স্বয়ং সরকার

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে এখন রাজনৈতিক, অর্থনৈতিক সংকট চলছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দুর্দশার মধ্যে রয়েছে। আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ। এসব থেকে মুক্তি পেতে হলে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।’
শনিবার (২৬ নভেম্বর) সকালে মতিঝিলে গণফোরামের সভাপতি পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের অনুপস্থিতিতে আজকের রাজনৈতিক সংকটের কারণ। সীমাহীন দুর্নীতি, লুটপাট ও বিদেশের অর্থ পাচার অর্থনৈতিক সংকটের কারণ। জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো মানুষের দুর্দশার অন্যতম কারণ। বিদ্যমান সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থনপুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার।’
সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ডা. মো. মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ নুরুজ্জামান, মো. ইয়াসিন প্রমুখ।