সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রয়াত সভাপতি হারুন অর রশীদ স্মরণে দোয়া

বরিশালে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রয়াত সভাপতি এম. রহমান নিউজ এজেন্সির সত্ত্বাধিকারী মো. হারুন-অর রশিদ স্মরণে আলোচনা সভা এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় নগরীর ফজলুল হক এভিনিউতে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের বার্তার মোশাররফ হোসেন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম কালু ও কোষাধ্যক্ষ ইউনুস হাওলাদার।
আলোচনা সভার শেষ পর্যায়ে প্রয়াত মো. হারুন-অর রশিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারের নিজ ফ্লাটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন মো. হারুন-অর-রশিদ। ওইদিন রাত ২টায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।