সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে হবে

সংসদ ভবন এলাকায় পরিকল্পনার বাইরে থাকা জিয়াউর রহমানেরসহ সব কবর সরাতে হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সংসদ ভবন বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য। সেখানে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা থাকতে পারে না।’
তিনি বলেন, ‘শুধু জিয়াউর রহমানের নয়, অনেকের কবরই সেখানে রয়েছে। সেগুলো সব অপসারণ করতে হবে।’
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারীদের বিচার এখনো হয়নি। তাদেরও খুঁজে বের করে বিচার করতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলী প্রমুখ।