সংসদে ঝড় তুললেন মিমি

সংসদে ঝড় তুললেন মিমি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন ভারতের পার্লামেন্ট সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত হয়ে আসছেন এই সাংসদ তারকা। এরই ধারাবাহিকতায় এবার ভারতের পার্লামেন্টে ঝড় তুললেন মিমি। ভারতীয় গণমাধ্যম জানায়, লোকসভায় তিন তালাক বিল চলাকালীনই বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি। বক্তব্য চলাকালীনই রমা দেবীকে আজম খান বলেন ‘আপনার চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে হয়’। এই মন্তব্যের প্রতিবাদে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন সাংসদে মিমি বলেছেন ‘‘আমি এখানে প্রতিদিনই নতুন কিছু শিখছি কিন্তু যে ভাষায় গতকাল উনি কথা বলেছেন তা কোনো সাংসদ বলতে পারেন না। একজন সাংসদ কিছুতেই ‘আমার চোখে চোখ রেখে কথা বলুন’ এই মন্তব্য করতে পারেন না। মহিলাদের সম্মান করাটা প্রত্যেকেরই কর্তব্য। গতকাল যা হয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে লড়াই করা উচিত।’’ স্পিকার ওম বিড়লার উদ্দেশে মিমি বলেছেন 'সংসদে উপস্থিত প্রত্যেকটি মহিলা আপনার থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করছি'।