সংস্কৃতির বাতিঘর কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তত্ব, সাংবাদিক, বাংলাদেশ বেতারের অন্যতম সংগঠক, সংস্কৃতির বাতিঘর একুশে পদক পাওয়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানী আর নেই। আজ শনিবার কামাল লোহানী মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, বরিশাল জেলা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর, দৈনিক ভোারের আলো পরিবার, বরিশাল নাটক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, গণশিল্পী সংস্থা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।