উপাচার্য অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আমরণ অনশন অব্যহত রয়েছে। অনশন পালন করতে গিয়ে শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুকক্রবার ২৬ এপ্রিল সককালে অনশনরত শিক্ষক ও শিক্ষার্থীদের দেখতে ও তাদের সেবা দিতে ছুটে যানন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। এসময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক ছিলেন।