অনশনরত শিক্ষার্থীদের দেখতে মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক

অনশনরত শিক্ষার্থীদের দেখতে মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক
উপাচার্য অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আমরণ অনশন অব্যহত রয়েছে। অনশন পালন করতে গিয়ে শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুকক্রবার ২৬ এপ্রিল সককালে অনশনরত শিক্ষক ও শিক্ষার্থীদের দেখতে ও তাদের সেবা দিতে ছুটে যানন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। এসময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক ছিলেন।