সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৮ বিলাসবহুল গাড়ি ও ৫টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৮ বিলাসবহুল গাড়ি ও ৫টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৮টি বিলাসবহুল গাড়ি এবং ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে এসব অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি ফাঁস হওয়া একটি এফবিআই রিপোর্টে অভিযোগ করা হয় যে, হাসিনা এবং জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার পাচার করেছেন। এফবিআই দাবি করেছে, তাদের আর্থিক কর্মকাণ্ডে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। রিপোর্টে উল্লেখ করা হয়, জয়ের মালিকানাধীন ৮টি বিলাসবহুল গাড়ি এবং ৫টি প্রতিষ্ঠান রয়েছে, যা সন্দেহজনক আর্থিক কার্যক্রমে জড়িত।

তবে সজীব ওয়াজেদ জয় এসব অভিযোগের জোরালো প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, রিপোর্টটি ভুল এবং এতে গুরুতর ভুল তথ্য রয়েছে। তিনি এসব বিষয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করতে একটি গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানান।

এফবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনের ব্যাংক হিসাব সম্পর্কে কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে, যা যথাযথভাবে যাচাইয়ের দাবি রাখে। সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে সকল অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।