জয়ের হিসেবে তার দল ভালো করেনি। ভালো করতে পারেননি ব্যক্তিগত পারফরম্যান্সও। এমন একটি বিশ্বকাপ খেলে শ্রীলঙ্কা যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ‘ভীষণ আপসেট’।
সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বেন টাইগাররা। তার আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ও আসন্ন সিরিজ নিয়ে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
‘সত্যি করে বলতে আমি আপসেট। ভীষণ আপসেট,’ জানিয়ে মাশরাফী বলেন, ‘অনেকেই হয়তো বলবেন এটা নিয়ে মন খারাপ না করতে, মাথা থেকে ঝেড়ে ফেলতে। তবে যদি বলি মন খারাপ হয়নি, এটাই হবে লজ্জার কথা। অবশ্যই মন খারাপ হয়েছে। আমার দুটি দায়িত্ব ছিল, অধিনায়ক আর পারফরমার হিসেবে। পারফরমার হিসেবে কিছুই করতে পারিনি।’
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
টাইগার দলপতি বিশ্বকাপের সময় পুরোপুরি ফিটও ছিলেন না। মাঠের পারফরম্যান্সে সেটা স্পষ্ট হয়েছে।
এখন চোটের অবস্থা কী? এমন প্রশ্নে মাশরাফী বলেন, ‘বিশ্বকাপের পর দুইদিন অনুশীলন করেছি, তেমন কোনো ব্যথা হয়নি।’