সব গুমের কথা ওবায়দুল কাদের জানেন: রিজভী

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীদের কারা গুম করেছে, তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলের এসব কথা বলেন তিনি।
ছাত্রদলের সাবেক সভানেত্রী দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এসোসিয়েশন।
রিজভী বলেন, ‘আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দলের লোকদের বলেছেন, সাবধান বেশি বাড়াবাড়ি কইরেন না। কখন কী হয়ে যায় বলা যায় না। এখন এই কথা বলে লাভ কী? গত ১২ বছর পাচার হয়ে গেলও বরকতের টাকা, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির টাকা। আর কত শাহেদ, শামীম ও সম্রাট! আপনারা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন এসব কথা বললেই নেতাকর্মীরা অনেকটা সতর্ক থাকতো।’
রিজভীর দাবি, ‘ইলিয়াস আলীর মতো একজন এমপিকে গুম করে দেওয়া হলো। কে করেছে সেটা তো আপনি, ওবায়দুল কাদের তো তা জানেন। আপনি জানেন রাজশাহীর হিরুকে কে গুম করেছে। সেইদিন কেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের বলেননি, সবাই সাবধান থাকবেন। কখন কী ঘটে যায়। এতো অন্যায়, এতো টাকা প্রচার। তাদের (আওয়ামী লীগের) তো ভয় থাকার কথা। হয়তো তিনি মুখ ফসকে বলেছেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের টাঙ্গাইলের এক এমপি বলেছে, তোমরা নিজেরা নিজেরা গণ্ডগোল করো, বাড়িতে বাড়িতে যেয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করতে পারো না? রাজশাহীর আরেক এমপি বলেছে, ছাত্রলীগ তোমরা নিজেরা নিজেরা মারামারি করো, ছাত্রদল-বিএনপি কর্মীদের সঙ্গে পারো না? আপনাদের সেই উসকানিতে ছাত্রলীগ বিশ্বজিতের মতো এক কিশোর শ্রমিককে হত্যা করেছে।’
সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।