সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

 

সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে বৃৃক্ষ প্রেমিদের নিয়ে মিলনমেলা ২০২২  অনুষ্ঠিত হয়। 

 বুধবার ২৩ মার্চ দিনব্যাপী বরিশাল ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদীর পাড়ে শতাধিক সদস্য এ আয়োজনে অংশ গ্রহন করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন পটুয়াখালী জেলা জজ রোকসানা বেনজু, বরিশাল কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক মর্তুজা আলী, সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আক্তার,  শেরে ই বাংলা মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ আ.ন.ম. মঈনুল ইসলাম, ডাঃ হাসিনা বিদ্যুৎ, ডাঃ নাফিসা জাহান স্বপ্না,কৃষিবিদ রাকিব হোসেন, রহমতপুর হর্টিকালচার এর উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম,উদ্যোক্তা বরকত হাসান। 

রহমতপুর হর্টিকালচার এর উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম মিলন মেলায় বৃক্ষপ্রেমীদের গাছ নিয়ে নানা পরামর্শ দেন।
মিলন মেলায় সবজি চারা উৎপাদক ও পরামর্শক মোঃ ইউনুচ আকন তার তৈরি ভারবি কম্পোস্ট সার সবার মাঝে উপহার হিসেবে বিতরণ করেন।

সবুুজ কৃষি বরিশাল এর অন্যতম উদ্যোক্তা বরকত হাসান জানান, ‘আমাদের লক্ষ্য সবুজ বরিশাল। এই লক্ষ্যে পরিবেশ সচেতনত ও সদস্যদের একত্রিত করার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতে সবুজ বরিশাল নিয়ে আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা চাই প্রতিটি আঙিনা, ছাদ যেন পত্রে, পুষ্পে ফল, ফুলে ভরে ওঠে। এর ফলে যেমন পুষ্টির চাহিদা মিটবে, তেমনি মানুষের বিভিন্ন ধরনের আসক্তিও কমে আসবে। সেই সাথে বরিশাল হয়ে উঠবে সবুজ নগরী।

অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত র্শতাধিক নারী-পুরুষকে চারা, বীজও সার বিনিময় করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে টব ও গাছ বিতরণ করা হয়।