ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের নিয়োগ কর্তা কমিটি সভা অনুষ্ঠিত

ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের নিয়োগ কর্তা কমিটি সভা অনুষ্ঠিত


ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের নিয়োগ কর্তা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ২৩ মার্চ ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে কর্মহীন যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে  কর্মসংস্থান তৈরি প্রকল্পের আওতায় ইউসেপ বরিশাল কাশিপুর টিভিইটি ইনস্টিটিউট সম্মেলন কক্ষে বরিশাল এক নিয়োগ কর্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ কর্তা কমিটির সভাপতি ও রীনা কটন মিলস এবং পলিমার এর সত্বাধীকারিনী  নাজমুন নাহার রীনা, ক্যামিষ্ট ল্যাবরেটরিজ লিঃ এর জেনারেল ম্যানেজার কাজল ঘোষ, রেফকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মিরন ও অন্যান্য নিয়োগ কর্তা কমিটির সদস্য বৃন্দ এবং ইউসেপের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব টিভিইটি ইনস্টিটিউট মোঃ শাহ-আলম এবং মোঃ দেলোয়ার হোসেন, টিম লিডার (ভারপ্রাপ্ত), ডিসেন্ট ইমপ্লয়মেন্ট  এবং মোঃ সাইদুর রহমান, অফিসার, ডিসেন্ট ইমপ্লয়মেন্ট ও অন্যান্য সহকর্মী বৃন্দ।