সরকারের বিদায় ঘণ্টা বাজাতে প্রস্তুত থাকতে আহ্বান আমীর খসরুর
বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের বিদায় ঘন্টা বাজাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার নগরীর সিআরবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহবান জানান।
নেতাকর্মীদের জীবন দিতে প্রস্তুত কি না তা জিজ্ঞাসা করে খসরু বলেন, আপনারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? আমাদের সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে। সুশৃঙ্খলভাবে এ ফ্যাসিস্টকে পতন করতে হবে। বিশৃঙ্খলার মধ্য দিয়ে এ সরকারকে হঠানো সম্ভব হবে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদীন ফারুক, জয়নাল আবেদীন, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
সংসদ বিলুপ্ত, তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে চট্টগ্রাম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী তিন পার্বত্য জেলা, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী এবং দল সমর্থিত পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেয়। সিআরবি সাত রাস্তা মোড়ে দলীয় নেতাকর্মীদের বসার জন্য ত্রিপল বিছিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি পেপার, পলিথিন বিছিয়েও কর্মীরা বসে পড়েন।