সশরীরে হবে রাবির ভর্তি পরীক্ষা

সশরীরে হবে রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগের নিয়মে। ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে, তা ভর্তি পরীক্ষা উপ-কমিটি সিদ্ধান্ত নেবে।

এদিকে সভায় রাবির স্নাতক পাস করা শিক্ষার্থীদের সমাবর্তনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। আগে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনে অংশ নিতে পারতেন।

করোনা পরিস্থিতিতে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার আলোচনা এলেও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেয়।