সাংবাদিক ইউনিয়ন বরিশালের স্মরণসভা:সাহান আরা বেগম একজন স্বপ্নবাজ নারী

সাংবাদিক ইউনিয়ন বরিশালের স্মরণসভা:সাহান আরা বেগম একজন স্বপ্নবাজ নারী

৭৫-এর ১৫ আগস্টের শহীদ জননী, রাজনীতিক, সংস্কৃতিজন, মাতৃসম অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন স্বপ্নবাজ নারী। ১৫ আগস্ট গুলিবিদ্ধ হয়েও তিনি শেষ মহূর্ত পর্যন্ত স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। সেদিন ঘাতকের বুলেট বিদ্ধ করলেও তিনি আগামীর স্বপ্নকে পরিপূর্ণ করতে সক্ষম হয়েছেন। মৃত্যুপুরী থেকে আগামীর স্বপ্ন নিয়ে প্রজন্মের মধ্যে বিলিয়ে দিয়েছেন। তাই আগামী প্রজন্মের মাঝে তাঁকে বাঁচিয়ে রাখতে হবে।

 শনিবার নগরের ইউরো কনভেনশন হলে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জননী সাহান আরা বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।স্মরণ সভার শুরুতে সাহান আরা বেগমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, সাহান আরা বেগমের বর্নাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তার সংগ্রামী জীবনের আদর্শ ছড়িয়ে দিতে হবে।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মরণ করে বক্তব্য রাখেন বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, সাংবাদিক ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, গোপাল সরকার, কমল সেনগুপ্ত, শামিম আহম্মেদ, জাতীয় দৈনিকের বরিশাল ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, বরিশাল ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বরিশাল ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিন সুমন, একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, বাংলাভিশনের শাহিন হাসান, ঢাকা পোস্টের সৈয়দ মেহেদী হাসান, বাংলা নিউজ২৪ ডটকমের মুশফিক সৌরভ, নিউজ বাংলা২৪ ডটকমের তন্ময় তপুসহ অন্যরা।