সাংবাদিক এন আমিন রাসেল করোনায় আক্রান্ত

দৈনিক ভোরের আলো পত্রিকার ফটো সাংবাদিক এন আমি রাসেল করোনায় আক্রান্ত। বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গতকাল রাতে রিপোর্টে পজিটিভ আসে।
গতকাল রাতেই এন আমিন রাসেল মুঠোফোনে ভোরের আলোকে নিশ্চিত করেছে।
তিনি সংক্রমিত হওয়ার আগে থেকেই বাসায় আইসোলেশনে আছে। ৭ দিন আগে জ্বর অনুভব করলে নমুনা পরীক্ষা করায়।যদিও বর্তমানে রাসেল উপসর্গহীন এবং সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন।
উল্লেখ্য করোনায় লকডাউন হলে দৈনিক ভোরের আলো ছাপা পত্রিকা প্রকাশ নিয়মিত থাকায় করোনার উপদ্রব বরিশালে শুরু থেকেই এন আমিন রাসেল পেশাগত দায়িত্ব পালন করে সাহসীকতার পরিচয় দিয়েছেন।
এন আমি রাসেল সবার কাছে দোয়া চেয়েছেন।