সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ঢাকায় নিউজ ২৪ ও বাংলানিউজের সাংবাদিক সহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে | শুক্রবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার সহ অন্যান্যরা। 

বক্তারা ঢাকা সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানান। তারা সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেন। একই সাথে বিভিন্ন স্থানে পেশাগত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবী করেন তারা। ##