ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। আজ বৃহস্পতিবার রাতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ভূটানের থিম্পু থেকে ৩৫০ কিলোমিটার দূরে। মৃদু কম্পন অনুভূত হলেও সম্প্রতি এ নিয়ে সেখানে দ্বিতীয়বার ভূমিকম্প হলো।
ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন অনেকে। অনেকেই ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন ফেসবুকে। কেউ কেউ আবার নিজেদের মার্ক সেফ হিসেবেই চিহ্নিত করেন টুইটার ও ফেসবুকে।
প্রসঙ্গত, গত বছরের শেষেই পর্যটনের মৌসুমের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল গ্যাংটক। কম্পন অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এই সময়