সাংবাদিক রোজিনাকে হেনেস্তার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্বেগ

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনেস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শুক্রবারবিশ্ববিদ্যালযয়ের শিক্ষক সমিতি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ এবং রোজিনা ইসলামের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সাথে এ ধরণের পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ধারাবাহিকতা ও গতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবী জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।