সাংবাদিক হামলার প্রতিবাদে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের নিন্দা

সংবাদ প্রকাশের জেরে শনিবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় জিটিভির প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ সদস্যবৃন্দ।
একই সাথে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।