সাকিবকে পেতে চাইলে কমপক্ষে ২ কোটি রুপি আইপিএল নিলামে

সাকিবকে পেতে চাইলে কমপক্ষে ২ কোটি রুপি আইপিএল নিলামে

আসন্ন আইপিএলের নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। কোনো দল সাকিবকে পেতে চাইলে কমপক্ষে ২ কোটি রুপি দিতে হবে।

সাকিবসহ মোট ১১ ক্রিকেটার আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায়।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় ১ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সব ধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হওয়ায় ২০২০ আইপিএলেও খেলা হয়নি এই বাঁহাতির।

১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আসছে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। মোট ১০৯৭ জন ক্রিকেটার নাম তুলেছেন নিলামের জন্য। এর মধ্যে ৮১৪ খেলোয়াড় ভারতীয়, ২৮৩ জন বিদেশি।

তবে সব দল মিলে মোট ফাঁকা রয়েছে মাত্র ৬১টি জায়গা। ভারতীয় ক্রিকেটারদের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ ক্রিকেটার নিলামে নাম তুলেছেন। সাকিবসহ বাংলাদেশ থেকে নিলামে নাম তুলেছেন মোট ৫ ক্রিকেটার।