দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ৩ পথচারীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর। শুক্রবার সকালে বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহতরা হলেন, কাচঁপুর রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুরের কোতয়ালী শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুরের মান্দারতলী থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হোমনা সুপার সার্ভিস ও বোরাক পরিবহন বেপরোয়া গতির প্রতিযোগিতায় নামে। কাঁচপুর সেতুর ঢালুর বাস স্টপেজে যাত্রী ওঠানোর জন্য বাস দুটি রেষারেষি শুরু করে। এ সময় যাত্রী ওঠাতে বোরাক বাস ব্রেক করলে হোমনার বাস বোরাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। থেমে থাকা বোরাক বাসটির পেছন দিয়ে রাস্তা পার হতে যাওয়া তিন পথচারী দুই বাসের ফাঁকে চাপা পরে। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস দুটি জব্দ করে এবং নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
এ ঘটনা কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো মনিরুজ্জামান বলেন, বাস দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ তিনটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।