সাদিক ছাড়া খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কমিটি

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নিবার্চন পরিচালনা কমিটি ঘোষণা করেছেন।
তবে এই কমিটিতে রাখা হয়নি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বিসিসি মেয়র ও তার ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং তার ঘনিষ্ঠজনদের। এ নিয়ে বরিশালে চলছে আলোচনা-সমলোচনার ঝড়।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের তথ্য জানানো হয়।
পরিচালনা কমিটিতে প্রথম সদস্য হিসেবে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবীর। যিনি সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। কমিটির ২ নম্বর সদস্য বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, বরিশাল জেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর শ্রমিক দলের সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মো. হুমায়ুন কবির, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, যুগ্ম আহ্বায়ক শাহীন সিকদার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার।
এই কমিটির মধ্যে বেশিরভাগই বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের ঘনিষ্টজন ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমি কোনো বিভাজন বা কাউন্টার পার্ট করতে চাই না। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ নেতা বা যারা এখানে আওয়ামী লীগের দায়িত্বে আছেন তারা যদি আমার সঙ্গে না আসেন তাহলে আমি কী করব। আমাকে তো একটা নির্বাচন পরিচালনা করতে হবে।