সাদিকের নেতৃত্বে বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাদিকের নেতৃত্বে বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। 

শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু এবং কৃষকনেতা ১৫ আগস্টের শহীদ আবদুর রব সেরিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সিটি করপোরেশনের পক্ষ থেকে একই স্থানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাদিক আবদুল্লাহসহ বিসিসির কাউন্সিলরবৃন্দ।

এদিকে বিসিসির নবনির্বাচিত কয়েকজন কাউন্সিলর এবং যুবলীগের একাংশের নেতারা সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকালে নগরীতে এক আনন্দ র‍্যালির আয়োজন করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।

সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আনন্দ র‍্যালির মাধ্যমে বড় শোডাউন করে নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যা