সাবধান থাকতে স্বাস্থ্য বিভাগের জরুরি বিজ্ঞপ্তি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে মিথ্যা পরিচয় দিয়ে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।টলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাা চেয়ে এ ধরনের প্রতারণা হচ্ছে। এ রকম কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের অপরাধজনক কাজ থেকে সতর্ক বা বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।