সাবেক সংসদ সদস্য আবু হেনা আইসিইউতে

সাবেক সংসদ সদস্য আবু হেনা আইসিইউতে


সাবেক সংসদ সদস্য আবু হেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী জানান, আবু হেনার ফুসফুসে ৪০ শতাংশ ইনফেকশন হয়েছে। তবে এখন তার অবস্থার উন্নতির দিকে। দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এই এমপি।