তজুমদ্দিনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তজুমদ্দিনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভোলার তজুমদ্দিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মসজিদে মিলাদ, আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদারের সভাপতিত্ত্বে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ভোলা-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন দুলাল, যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন, শ্রমিকলীগ সভাপতি আবুল হাশেম মহাজন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাবেক সদস্য সচিব এম. নুরুন্নবী।