সাভারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, মৃত্যু ৩

সাভারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, মৃত্যু ৩

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল ৬ টা ১৮ মিনিটের দিকে ওই জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী ও একজনকে শনাক্ত করা যায়নি।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।


পিআর/বিজি