সাম্প্রদায়িকতার বিষপাপ মুছে দেয়ার জন্য সামাজিক আন্দোলন সৃস্টিতে এই সরকারের কোথাও গাফেলতি আছে

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ধর্মীয় উন্মাদনা অথবা গুজব সৃস্টি করে পরিবেশ ঘোলাটে করার চেস্টা কোনভাবেই বরদাশত করা হবে না। যারা কুমিল্লা ও রংপুর সহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাংচুর করেছে তাদের সমুচিত শাস্তির ব্যবস্থা করবে এই সরকার।
সোমবার বিকেল ৩টায় বরিশাল নগরীর একটি অভিজাত হোটেলের লবিতে স্থানীয় সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলাপকালে এই হুশিয়ারী দেন তিনি।
অ্যাডভোকেট আফজাল বলেন, মানুষের মন-মনন থেকে সাম্প্রদায়িকতার বিষপাপ মুছে দেয়ার জন্য সামাজিক আন্দোলন সৃস্টিতে এই সরকারের কোথাও হয় তো গাফেলতি আছে। এ ব্যাপারে কোন ভুল-ভ্রান্তি বা দুর্বলতা থাকলে অবশ্যই সচেতন থাকবে আওয়ামী লীগ।
এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।