বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক বনি আমিনের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের কারণে জেলা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

গত রোববার দুপুরে বরিশাল সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে বনি আমিন এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীকে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে পালিয়ে যায় বনি আমিন।

এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বরিশাল বিমান বন্দর থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

দুই সন্তানের জনক বনি আমিন নগরীর গণপাড়া এলাকার বাসিন্দা এবং বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি বরিশাল বিশ^বিদ্যালয়ের ইস্যু ক্লার্ক হিসেবে কর্মরত আছেন।

ধর্ষণের শিকার ছাত্রীকে সোমবার রাতে ঝালকাঠি থেকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, রোববার ক্লাস শেষে কলেজ ছাত্রী নিজের বাড়ি বরিশালের উজিরপুরের উদ্দেশে যাত্রা করে শহরের নথুল্লাবাদ পৌছায়। সেখানে ওই ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বনি আমিন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাকে কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি আবসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করে। ওই রাতে কিশোরীর মা বিমান বন্দর থানায় অপহরণের অভিযোগ দেন। বনি আমিন বিষয়টি জানতে পেরে গত সোমবার রাতে কলেজ ছাত্রীকে ঝালকাঠি তার এক আত্মীয়ের বাড়িতে রেখে সটকে পড়েন। ওই রাতে ছাত্রীকে ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়। 

বনি আমিনের পারিবারিক সূত্রজানায়, গণপাড়া এলাকার বাসিন্দা বনি আমিনের ভাতিজির সাথে পড়াশোনা করতো ওই কলেজ ছাত্রী। এই সুবাদে তাদের বাসায় যাওয়া-আসায় বনির সাথে তার পরিচয় হয়। বনি আমিনকে চাচা বলে ডাকতো সে।
 
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ বিন আলম জানান, কিশোরীকে উদ্ধারে করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বনি আমিনকে জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদ থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি লাইব্রেরীয়ান মধুসুদন হালদার বলেন, বনি আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই ইস্যু ক্লাকের কাজ করেন। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা এবং মামলার কাগজপত্র পেলে উপাচর্যের মাধ্যমে বনি আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।