সারাদেশে শনিবার ব্যাংক খোলা থাকবে

সারাদেশে শনিবার ব্যাংক খোলা থাকবে

আর্থিক লেনদেনের কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক সারাদেশে শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে‌।

এদিন সকাল সাড়ে নয়টা থেকে ১টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন (ডস) এ নির্দেশ জারি করেছে।

এ ছাড়া আগের ঘোষণা অনুযায়ী গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শুক্রবারও ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডসের মহাব্যবস্থাপক মো, আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। গ্রাহকদের সুবিধার্থে সীমিত লোকবল নিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

এতে আরও বলা হয়, আগের ঘোষণা অনুযায়ী শুক্রবারও (২৯ এপ্রিল) শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আর অভ্যন্তীণ কার্যক্রম পরিচালনা করতে ব্যাংক খোলা থাকবে ৩টা পর্যন্ত।

এই দুই দিন নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাং ক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।