সাহান আরা বেগম ছিলেন মানবিক নারী
সংস্কৃতির পৃষ্ঠপোষক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন একজন মানবিক নারী। সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শব্দাবলী গ্রুত থিয়েটার আয়োজিত স্মরণ সভায় এমন মন্তব্য করেন বক্তারা।
সোমবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত আলোচনা ও স্মরণ সভায় অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চুন্নু।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিণী, বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও শব্দাবলীর উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিজন সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে নাট্যদল শব্দাবলী।
শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শব্দাবলীর সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
আলোচলা সভায় বক্তারা বলেন, সংস্কৃতির পৃষ্ঠপোষক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম ছিলেন একজন মানবিক নারী। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতির জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার চলে যাওয়া এই অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। যা পূরণ হবার মত নয়।