সাহানারা বেগমের মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, সাহান আরা বেগম ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাসসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ মহানগেরর নেতৃবৃন্দ।
অন্যদিকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি বরিশাল জেলা (দক্ষিণ) সভাপতি আলহাজ¦ এবায়দুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহসহ জেলার নেতৃবৃন্দ।
শোকবার্তায় মজিবর রহমান সরোয়ারসহ বিএনপির নেতারা একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।