সিডন্সের ফেরা যেভাবে দেখছেন ডমিঙ্গো

জেমি সিডন্সের ব্যাটিং কোচ হয়ে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। এ সময় সিডন্স প্রসঙ্গে প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই।
ডমিঙ্গো বলেন, ‘তিনি (সিডন্স) একজন অভিজ্ঞ কোচ। বিশ্বের প্রায় সবখানে কাজ করেছেন। তিনি জানেন কীভাবে কোচিং করাতে হয়। সম্ভবত এই খেলোয়াড়দের বিষয়ে আমার চেয়েও বেশি জানেন তিনি। কারণ আগেও তিনি এখানে ছিলেন। তাকে সঙ্গী হিসেবে পেয়ে ভালো হয়েছে। আমাদের কোচিং স্টাফদের জন্যও প্রচুর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছেন তিনি।’
সিডন্স ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তাকে প্রথমে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগের কথা জানিয়েছিল বিসিবি। তবে কোথায় কাজ করবেন সেটা শুরুতে পরিষ্কার করা হয়নি।
পরে অ্যাশওয়েল প্রিন্স জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান। তখন পরিষ্কার হয়ে যায় সিডন্সই সেই দায়িত্বে যোগ দেবেন। সেটাই হয়েছে। তবে সবার কৌতূহল থামেনি।
কারণ টাইগার সঙ্গে কাজের হিসেবে সিডন্স সিনিয়র। আবার ডমিঙ্গোর পারফরম্যান্স নিয়েও কানাঘুষা আছে। এমনকি ডমিঙ্গোকে সরিয়ে সিডন্সকেই প্রধান কোচ করা হবে এমন গুঞ্জন চালু আছে।
তবে প্রধান কোচের দায়িত্বে থাকার বিষয়ে আত্মবিশ্বাসী ডমিঙ্গো। এই দক্ষিণ আফ্রিকান বলেন, ‘কোচ হিসেবে আমার থাকা না থাকার বিষয়ে আপনাদের উচিত বিসিবিকে প্রশ্ন করা। আমার যদি সে বিশ্বাস না থাকত তাহলে একটা জাতীয় দলের কোচিংয়ে থাকতাম না।’
পিআর/ডিআর