সশস্র বাহিনী মোতায়েনের ঘোষণা ন্যাটোর

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে ন্যাটো। একইসঙ্গে পূর্ব ইউরোপে সশস্র বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা জোটটি।
স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়ে ন্যাটো বলছে, অতিরিক্ত স্থল এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করা হচ্ছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এসব কথা জানায়।
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’
স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, সব মিত্রদেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য ন্যাটো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।
তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’
স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর ন্যাটো প্রধান এ বিবৃতি দিলেন। এদিকে এমন ঘোষণার পরপরই ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর এএফপি’র।
পিআর/বিজি